সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কী হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়। ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শনিবার দুপুর ১২.৪৫ টায় হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান করেন।
রাশেদ খাঁন তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন, জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে, জুলাই সনদের আইনগতভিত্তি দেওয়া হবে। এবিষয়ে কোনদল আপত্তি করে নাই।
নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বিচার না হলে বিচারবিভাগের প্রতি জনগণের আস্থা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।